Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মী

পরিবারপরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্য সেবা প্রদানের জনসংখ্যা সীমিত রাখা, মা ওশিশু স্বাস্থ্য এর উন্নয়ন করা এবং মাতৃ-মৃত্যু ও শিশু মৃত্যু হার রোধ করা।অফিস প্রধানের নাম, পদবি ও যোগাযোগের ঠিকানাঃ  পরিবার পরিকল্পনা, ঠিকানাঃ  ৮নং চেংমারী পরিবার পরিকল্পনা অফিস, মিঠাপুকুর, রংপুর।

 

কি সেবা কিভাবে পাবেন

পরিবার পরিকল্পনা সেবা সমূহঃ

অস্থায়ী পদ্ধতিঃ¨খাবার বড়ি ¨কনডম ¨ইনজেকশন (FWA)মাঠকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে সরবরাহ করে থাকে।

ইমপস্নানন, আই ইউডি ও স্থায়ী পদ্ধতি সমূহ (পুরম্নষ ও মহিলাদের)ঃথানাপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যালয়ের হেড কোয়াটার ক্লিনিক এবং স্বাস্থ্য ওপরিবার কল্যাণ কেন্দ্রে এবং অস্থায়ী ক্যাম্পে এ সেবা প্রদান করা হয়।

মা ও শিশু স্বাস্থ্য সেবাসমূহঃ

গর্ভবর্তী ও গর্ভত্তোর সেবাঃস্যাটেলাইটক্লিনিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থানা সমূহের হেড কোয়াটারক্লিনিক, জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা গ্রহীতারা উপস্থিতহয়ে (বিনামূল্যে) সেবা গ্রহণ করতে হয়।

প্রসূতি সেবাঃমানউন্নীত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং জেলা পর্যায়ে মা ও শিশুকল্যাণ কেন্দ্রে সেবা প্রদান করা হয় (বিনামূল্যে)। সিজারিয়ান অপারেশনেরমাধ্যমে প্রসূতি মায়েদের সেবা (বিনামূল্যে) মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবাপ্রদান করা হয়।     

প্রজনন স্বাস্থ্য ও কিশোর কিশোরীদের স্বাস্থ্য সেবাঃ

মাও শিশু কল্যাণ কেন্দ্র, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে হেড কোয়াটারক্লিনিকে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে, স্যাটেলাইট ক্লিনিকেএবং পরিবার কল্যাণ সহকারীদের মাধ্যমে এ সেবা প্রদান করা হয়।

উদ্বুদ্ধকরণ কার্যক্রমঃ

বিভিন্নদিবস ও সেবা সপ্তাহের মাধ্যমে এবং ইউনিয়নের  পরিবার পরিকল্পনা অফিসের অডিওভিজুয়াল ইউনিট/ভ্যান দ্বারা মিঠাপুকুর উপজেলা ও বিভিন্ন প্রত্যমত্ম অঞ্চলেউদ্বুদ্ধকরণ চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে পরিবার পরিকল্পনা, নিরাপদমাতৃত্বসেবা বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ডপর্যায়ে পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকের মাধ্যমেউঠান বৈঠকের মাধ্যমে উদ্বুদ্ধকরণ কার্যক্রম সম্পাদন করা হয়।

 

সিটিজেন চার্টার

ক্রমিক নং

প্রদেয় সেবা/কাজের নাম

সংশ্লিষ্ট বিধি বিধান

সেবা প্রদানের সময় সীমা

সেবা প্রদানকারী/ বাস্তবায়নকারী

০১।

ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মসূচী বাস্তবায়ন করা

চলমান কার্যক্রম

মাসিক ও বাৎসরিক

উপ-পরিচালক/সহকারী পরিচালক (সিসি)/

সহকারী পরিচালক(পপ)/ মেডিকেল অফিসার (সিসি)

০২

ইউনিয়নের মাতৃ ও শিশু কর্মসূচী বাস্তবায়ন করা

পূর্ব নির্ধারিত কর্মসূচী ভিত্তিক

চলমান কার্যক্রম

০৩।

ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে নিয়মিত ও বিশেষ স্থায়ী পদ্ধতির বিশেষ কার্যক্রম আয়োজন নিশ্চিত করা

চলমান কার্যক্রম

প্রতি ইউনিয়নে সপ্তাহে কমপক্ষে দুই দিন  স্থায়ী পদ্ধতির বিশেষ কর্মসূচী বাস্তবায়ন

০৪।

মাও শিশু কল্যাণ কেন্দ্রের প্রজনন স্বাস্থ্য-জরুরী প্রসূতি সেবা, শিশুবান্ধব, নারী বান্ধব ও কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা কার্যক্রমবাস্তবায়ন তদারকী করা

চলমান কার্যক্রম

প্রতি কর্মদিবস,

জরুরী প্রসূতি সেবা সার্বক্ষণিক

( ২৪ ঘন্টা )

০৫।

উপজেলা কর্মকর্তা ও কর্মচারীগণের মাধ্যমে ইউনিয়নের স্বাস্থ্য প্রকল্পের এমসিএইচ-এফপি ইউনিটের কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করা

চলমান কার্যক্রম

প্রতি কর্মদিবস

০৬।

ইউনিয়নস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহের পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য  কার্যক্রম ইউনিয়ন পর্যায়ের কর্মীদের মাধ্যমে সুষ্ঠুভাবেবাস্তবায়ন নিশ্চিত করা

পূর্ব নির্ধারিত প্রজেকশন অনুযায়ী

প্রতি কর্মদিবস

০৭।

ইউনিয়ন পর্যায়ের কর্মীদের দ্বারা ওয়ার্ড/ গ্রাম পর্যায়ে সেবা প্রদানের জন্য স্যাটেলাইট ক্লিনিক আয়োজন নিশ্চিত করা

কমিউনিটি ক্লিনিক (যদি থাকে)/নির্ধারিত বাড়ীতে

প্রতিটি ইউনিয়নে সপ্তাহে দুইটি

পরিবার কল্যাণ পরিদর্শিকা/পরিবার কল্যাণ সহকারী

০৮।

পরিবার কল্যাণ সহকারীদের বাড়ী পরিদর্শনের মাধ্যমে পরিবার পরিকল্পনা পদ্ধতি বিতরণ সহ উদ্বুদ্ধকরণ  কার্যক্রম নিশ্চিত করা

পূর্ব নির্ধারিত কর্মসূচী ভিত্তিক

স্ব-স্ব ইউনিটে প্রতি মাসে প্রায় ২০-২২ দিন

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা/সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা/ পরিবার পরিকল্পনা পরিদর্শক

৯।

সি,এস,বি,এট্রেনিং প্রাপ্ত পরিবার কল্যাণ সহকারীগণ ইউনিট পর্যায়ে পরিবার পরিকল্পনাসেবার পাশাপাশি গর্ভবতী মায়ের প্রসবকালীন সেবা নিশ্চিত করা

সি এস বি এ ট্রেনিং ম্যানুয়াল অনুযায়ী

প্রতি কর্মদিবস

সি এস বি এ প্রশিক্ষণপ্রাপ্ত পরিবার কল্যাণ সহকারী

১০।

পরিবারপরিকল্পনা এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে নিয়োজিত বেসরকারী সংস্থাসমূহ অধিভূক্তকরণ ও তাদের কাজে সহযোগিতা ও তত্বাবধান করা

কর্মসূচী ভিত্তিক

নবায়নের জন্য এক মাসের মধ্যে প্রয়োজনীয় কাজ শেষ করে অধিদপ্তরে সুপারিশ প্রেরণ

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা/ মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি)

১১।

সরকারেরনিয়মিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) কার্যক্রমসহ বিশেষ দিনে(NID) পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠ কর্মীদের অংশ গ্রহণ নিশ্চিত করা

জাতীয় কর্মসূচী অনুযায়ী

কর্ম এলাকা অনুসারে সপ্তাহে ১-২ দিন ও বিশেষ    NID অনুযায়ী

পরিবার কল্যাণ সহকারী

১২।

স্যাটেলাইটক্লিনিকসহ সকল সেবা কেন্দ্রে ডিডিএস কিট (ঔষধপত্র) এবং জন্ম নিয়ন্ত্রণসামগ্রী সহ বিভিন্ন উপকরণ সমূহের উপজেলা ও নিম্ন পর্যায়ে সরবরাহ নিশ্চিতকরণ

সরবরাহ নীতিমালা অনুসারে

সেবা কেন্দ্রের চাহিদা ভিত্তিক

পরিবার কল্যাণ পরিদর্শিকা

১৩।

জেলা, উপজেলা ও নিম্ম পর্যায়ে জনবল নিয়োগ, পদায়ন ও বদলীতে সুপারিশ ও প্রয়োজনীয় ক্ষেত্রে বাস্তবায়ন করা

জাতীয় নীতিমালা অনুযায়ী

মাসে একটি বদলী কমিটির সভা আয়োজন করা

উপ-পরিচালক/সহকারী পরিচালক (সিসি)/

সহকারী পরিচালক (পপ)

১৪।

জেলারপরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য সেবাকার্যক্রম বাস্তবায়নে সহায়ক তদারকী ও মনিটরিং নিশ্চিত ও জোরদার করণ

কর্মসূচী ভিত্তিক

জেলা কর্মকর্তাদের মাসিক ভ্রমণ কর্মসূচী অনুসারে  ( প্রতি মাসে ৮ - ১২ দিন )

উপ-পরিচালক/সহকারী পরিচালক (সিসি)/

সহকারী পরিচালক(পপ)

১৫।

উপজেলারআওতাধীন উপজেলা ও নিম্ন পর্যায়ের জনগণের নিকট থেকে প্রাপ্ত সেবা প্রদানেঅনিয়ম বা অন্য কোন অভিযোগের বিষয়ে তদন্তের ব্যবস্থা গ্রহণ

চলমান কার্যক্রম

এক সপ্তাহের মধ্যে

 

১৬।

স্বাস্থ্যও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা ওনীতিমালা মোতাবেক সংশ্লিষ্ট অন্যান্য কার্যাবলী বাস্তবায়ন করা

চলমান কার্যক্রম

নিয়মিত/চলমান

১৭।

জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভার আয়োজন নিশ্চিতকরণসহ কমিটি কর্তৃক কোন দায়িত্ব প্রদান করা হলে তা বাস্তবায়ন করা

চলমান কার্যক্রম

প্রতিমাসে এক বার

উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা

১৮।

জেলাধীন পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মকর্তা এবং এন,জি,ও প্রতিনিধিদের সমন্বয়ে প্রতি মাসের মাসিক সমন্বয় সভার আয়োজন নিশ্চিত করা

চলমান কার্যক্রম

প্রতিমাসে একবার

উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা

১৯।

উপজেলাও জেলা পর্যায়ে প্রত্যেক কর্মকর্তা প্রতি মাসে কমপক্ষে ২০ জন ও ১০ জনদম্পতির উপাত্ত যাচাই করে যথাক্রমে  মাসের ১০ ও ২০ তারিখের মধ্যে প্রেরণ

কর্মসূচী ভিত্তিক

মাসিক কার্যক্রম

জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা

২০।

পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কর্মসূচীর মাসিক প্রতিবেদন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে প্রেরণ

চলমান কার্যক্রম

প্রতিমাসের ১০ তারিখের মধ্যে

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়

২১।

জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মচারীদের দক্ষতা সীমা, টাইম স্কেল, চিত্তবিনোদন ছুটি মঞ্জুর করা

চলমান কার্যক্রম

আবেদনের পর সাতটি কর্মদিবসের মধ্যে

উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা

২২।

জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের চিত্তবিনোদন ছুটি সুপারিশ করা

চলমান কার্যক্রম

আবেদনের পর সাতটি কর্মদিবসের মধ্যে

উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা

২৩।

বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের পিআরএল, পেনশন আবেদন

চলমান কার্যক্রম

আবেদনের পর সাতটি কর্ম দিবসের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা

উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা

২৪।

বিভাগ ও অধিদপ্তরের বরাবর কোন  কর্মকর্তা ও কর্মচারীর আবেদন অগ্রায়ন করা

চলমান কার্যক্রম

সাতটি কর্মদিবসের মধ্যে প্রেরণ করা

উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা