Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাঝিড়া ইউনিয়নের সকল খাল ও নদী

বাংলাদেশ নদী মাতৃক দেশ। সেই দিক থেকে মাঝিড়া ইউনিয়ন নদীনালা, খাল বিল ও বিভিন্ন জলাশয়ে ভরপুর। অত্র ইউনিয়নের পূর্বে করতোয়া নদী বয়ে চলেছে। করতোয়া নদীতে বর্ষার সময় প্রচুর পানি থাকে। নদী ও খাল গুলোতে সারা বছর মাছ পাওয়া যায়। চৈত্র-বৈশাখ মাসে নদীতে পানি থাকলেও খালবিলগুলোতে তেমন পানি থাকে না, অনেক খাল বিল শুকিয়ে যায়। এরপর বর্ষার পানিতে সকল নদীনালা-খালবিল পানিতে তলিয়ে যায়। 

 

নদী সমূহঃ-

(০১) করতোয়া নদী

 

খাল সমূহঃ-

(০১) ফটকি খাল