সরকারি সেবাসমূহ : বিভিন্ন সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রভৃতি।
জীবনজীবিকা ভিত্তিক তথ্য : কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।
বানিজ্যিক সেবা: মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা, ট্রাস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক-বিকাশ, মাকেন্টাইল ব্যাংক), ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ও ট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, ফ্লেক্সিলোড, ফোন কল করা প্রভৃতি।
সরকারী খরচে আইনি সহায়তাঃ সরকারী খরচে সে যো আইনগত সেবা প্রদান করার জন্য লিগ্যাল এইড অফিসের মাধ্যম্যে এ সহায়তা প্রদান করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
৩নং মাঝিড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়
ইউনিয়ন: মাঝিড়া উপজেলা: শাজানপুর জেলাঃ বগুড়া
লিগ্যাল এইড কমিটি
ক্র.ন | নাম | পদবী | মোবাইল | মন্তব্য |
১ | মো: আব্দুস সালাম | চেয়ারম্যান | 01712586553 | সদস্য |
২ | মোছা: শাহানাজ | মহিলাসদস্য | 01756511698 | সদস্য |
৩ | মনোয়ারা বেগম | মহিলাসদস্য | 01758878336 | সদস্য |
৪ | সুফিয়া বেগম | মহিলাসদস্য | 01736722838 | সদস্য |
৫ | আনসার আলী | ইউপিসদস্য | 01739712621 | সদস্য |
৬ | মো: আব্দুস সালাম | ইউপিসদস্য | 01913360183 | সদস্য |
৭ | সিরাজুল ইসলাম | ইউপিসদস্য | 01718741923 | সদস্য |
৮ | জাকিয়া আকতার | শিক্ষক |
| সদস্য |
৯ | সুলতানা রাজিয়া | আনসার ভিডিপি | 01672566319 | সদস্য |
১০ | ওমর আলী | বাজার কমিটি | 018216147158 | সদস্য |
১১ | রাবেয়া বেগম | বেসরকারী কর্মী | 01740855191 | সদস্য |
১২ |
| মহিলা সংস্থার প্রতিনিধি |
|
|
১৩ | রুহুল আমীন | উপ: সহ: কৃষি | 01726119009 | সদস্য |
১৪ | শ্রীমতি দুলারী রানী | এফ. ডাবলু. ভি | ০১৭১০৮৮৮৫১৪ | সদস্য |
১৫ | মো: আব্দুর রশিদ | সচিব | 01718098283 | সদস্য |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস